Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যদিকে দিকে নেশা কারবারিদের আটক করছে এলাকাবাসী

দিকে দিকে নেশা কারবারিদের আটক করছে এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে :  পুলিশের উপর আস্থা হারিয়ে এবার নেশা কারবারিদের খুঁজতে মাঠে নামছে এলাকাবাসী। আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। এবার শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এক নেশাকারবারি সহ আটক হয় এক নেশা সেবনকারী। স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক নেশা সেবনকারীকে দেখতে পায় এলাকাবাসী।

সাথে সাথে এলাকাবাসিরা এই নেশাসেবনকারীকে আটক করে জিঞ্জাসাবাদ চালায়। তার কাছ থেকে এলাকাবাসীরা জানতে পারে নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি বাড়ী থেকে সে নেশা সামগ্রী ক্রয় করেছে। তারপর এলাকাবাসিরা খবর দেয় শান্তিরবাজার থানার পুলিশকে। স্থানীয়দের অভিযোগ পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ প্রায় এক ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ নেশা সেবনকারির স্বীকারোক্তি অনুযায়ী নেশা বিক্রেতার বাড়িতে তল্লাসি চালায়। তল্লাসি অভিযানে উদ্ধার হয় বেশকিছু নেশা সামগ্রী। একই সাথে আটক করা হয় এক নেশা কারবারীকে। পরবর্তী সময় পুলিশ নেশা সামগ্রী সহ নেশাকারবারী ও নেশা সেবনকারীকে শান্তিরবাজার থানায় নিয়ে যায়। পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে করবুক মহাকুমা ডেপাইছড়ি উওর একছড়ি এলাকায় ড্রাগস সেবন করার সময় এলাকাবাসীদের হাতে হাতে আটক স্বপন দাস ও নিরমল দাস নামে দুই ব্যক্তি। তাদের বাড়ি ডেপাইছরি এলাকায়। এলাকাবাসীরা দুই ব্যক্তিকে উওম মধ্যম দিয়ে পরবর্তী সময় নতুনবাজার পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসী জানান, অভিযুক্ত নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য