স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : রাতের বেলা ছুরিকাহত হয়ে গুরুতর আহত এক যুবক। ঘটনায় আহত আরও এক ব্যক্তি। পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক করেছে এক যুবককে। ঘটনাটি ঘটে শনিবার রাতে বিশালগড় থানাধীন মুড়াবাড়ি স্কুল সংলগ্ন এলাকায়। জানা গেছে দমকল কর্মীদের কাছে খবর আসে রাস্তায় পড়ে আছে এক যুবক রক্তাক্ত অবস্থায়।
দুর্ঘটনা ভেবে ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা মুড়াবাড়ি এলাকায় যান। তাঁরা গিয়ে দেখেন বাইক সহ এক যুবক রাস্তায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত যুবককে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে আহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আনা হয় যুবককে। প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে যুবক জানায় তাঁকে মারধর করা হয়েছে। যুবকের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত। সঙ্গে সঙ্গে তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় অপি মিঞা নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনাস্থলে রক্ত মাখা জুতা পাওয়া যায়। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফারুক মিয়া নামে এক যুবককে রাতেই আটক করেছে। মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই হামলার ঘটনার পেছনে কি কারণ তা জানা যায়নি। তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতের বেলা সেখানে এক বাড়িতে ঢিল ছোড়া হয়েছে।