স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করা, সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বন্ধ করার দাবিতে শনিবার রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা পিপলস পার্টি, সিপিআইএম লিবারেশন এবং গণ মঞ্চের এক প্রতিনিধি দল।
সচিবালয় ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত গণ মঞ্চে সভাপতি সুব্রত ভৌমিক জানান, নির্বাচনের পর গত আড়াই মাসে রাজ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না। বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা চলছে। এর প্রভাব কর্মসংস্থানের উপরও নেমে এসেছে। তাই এ বিষয়ে মুখ্য সচিবকে অবগত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়। অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাই ঘটনা অহরহ বাড়ছে। এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানান সংগঠনের গণ মঞ্চের সভাপতির সুব্রত ভৌমিক। প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন পিপলস পার্টির প্রবিন সিং, সিপিআইএমএল -র স্বপন বনিক।