Thursday, March 28, 2024
বাড়িজাতীয়লালুর পাসপোর্ট ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সিবিআই আদালত

লালুর পাসপোর্ট ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সিবিআই আদালত


রাঁচি, ২০ মে (হি.স.) : আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর পাসপোর্টটি ছেড়ে দেওয়ার জন্য সিবিআই আদালতে আবেদন করেছিলেন। এবিষয়ে বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি হয়। এর পর লালুর পাসপোর্ট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেছিলেন লালু। আইনজীবী অনন্ত কুমার ভিজ শনিবার বলেছেন, পাসপোর্টটি নবায়নের জন্য আদালতে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। আদালত তা গ্রহণ করেছে। পাশাপাশি পাসপোর্ট ছাড়ার নির্দেশ দেন। উল্লেখ্য, লালু পশুখাদ্য কেলেঙ্কারির বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত। তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী তাঁর পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি নিয়েই তিনি পাসপোর্ট নিতে ও ব্যবহার করতে পারবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য