Friday, June 9, 2023
বাড়িরাজ্যগাঁজা পাচারকারী বাংলাদেশির সাজা ঘোষণা

গাঁজা পাচারকারী বাংলাদেশির সাজা ঘোষণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : শনিবার প্রথম সোনামুড়ায় এনডিপিএস ধারা অনুযায়ী মামলায় সাজা ঘোষণা হয়। বিগত বছর ৯ সেপ্টেম্বর যাত্রাপুর থানাধীন শালপুকুর এলাকার বিওপি থেকে শাহ আলম নামে এক গাঁজা পাচারকারীকে আটক করেছিল বিএসএফ।

অভিযুক্ত পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় সাড়ে সাত কেজি শুকনো গাঁজা। পুলিশ এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নামে। পুলিশ ধৃত পাচারকারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। বাড়ি বাংলাদেশ মথুরাপুর। শনিবার বিচারপতি সঞ্জয় ভট্টাচার্যী রায় ঘোষণা করেন। পাচারকারী শাহ আলমকে চার বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ছয় মাসের জেল এবং কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করার জন্য তার ৬ মাসের জেল, ৫০০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের জেল দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণা হওয়ার পর এ বিষয়ে জানান বিশেষ আইনজীবী নারায়ন দেবনাথ। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য