Friday, January 24, 2025
বাড়িরাজ্যআধিকারিকের অনুপস্থিতি দেখে শোকজ করলেন মন্ত্রী

আধিকারিকের অনুপস্থিতি দেখে শোকজ করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে :  শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনুর শুকর ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য আধিকারিকেরা। তার পাশাপাশি বীরচন্দ্র মনু এলাকায় টি আর এম দ্বারা পরিচালিত একটি স্ব সহায়ক দলের সদস্যাদের সঙ্গে দেখা করেন।  এই স্ব-সহায়ক দলের ২০ জন সদস্যা মিলে শুকর পালন করছেন।  আগামী কয়েক মাসের মধ্যে তারা লাভের মুখ দেখতে পারবেন। মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যে দুধ, ডিম, মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে চলেছে সরকার।

 তিনি আরো জানান যেসকল যুবকরা অষ্টম শ্রেনী উত্তীর্ণ অথবা যাদের চাকুরি পাওয়ার সময়সীমা চলে গেছে তাদেরকে মৎস্য ও প্রানীসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বালম্বী করে  তোলার প্রয়াসে কাজ করা হচ্ছে। সকলকে চাকুরি দেওয়া সম্ভব নয়। তাই এই দপ্তর গুলির মাধ্যমে কিভাবে বেকারদের কর্মসংস্থান করা প্রচেষ্টা চলছে। তিনি জানান প্রত্যেক জেলাতে মাসে দুইদিন থাকবেন।  বীরচন্দ্র মনু এলাকা পরিদর্শনের সময় মন্ত্রীর নজরে আসে অফিসে দুপুর ১২ টার পরেও তালা দেওয়া রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিককে দিয়ে ভ্যাটেনারিতে কর্মরত কর্মীকে শোকজ করেন। বীরচন্দ্রমনু এলাকা পরিদর্শন শেষে শান্তিরবাজারে এস সি বয়েজ হোষ্টেল ও শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় পরিদর্শন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য