স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : পানীয় জলের দাবিতে আগরতলা – অমরপুর সড়ক অবরোধ হলে মিলল না দপ্তরের কর্মীদের দেখা, ছুটে এসেছে এলাকার শাসক দলের নেতারা। তাদের কথা শেষ পর্যন্ত অবরোধ মুক্ত হয়। অভিযোগ মহারানী এলাকা ও ছয়গড়িয়া এলাকার লোকজন দীর্ঘ কয়েক মাস ধরে জল সংকটে ভুগছে। বহুবার স্থানীয় মহারানী পঞ্চায়েতে জানিয়ে কাজের কাজ কিছুই হয় নি।
বহুবার স্থানীয় মহারানী পঞ্চায়েতে জানিয়ে কাজের কাজ কিছুই হয় নি। তাই শনিবার উদয়পুর মহারানী হাসপাতাল চৌমুহনী এলাকায় পথ অবরোধের ফলে উদয়পুর – অমরপুর রাস্তার দুধারে যান জটের সৃষ্টি হয়। এতে জনগণের দুর্ভোগ পোহাতে হয়। পথ অবরোধ বেশ কিছুক্ষন চলার পর জলসম্পদ দপ্তরের কোন অধিকারের দেখা মিলেনি। স্থানীয় শাসকদলের কয়েকজন নেতা ঘটনাস্হলে ছুটে আসে। পথ অবরোধ কারীদের সাথে কথা বলেন। দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা। শেষ পর্যন্ত নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিদিন দুই বেলা করে এলাকায় জলের ব্যবস্থা করা হবে। এদিকে পথ অবরোধ কারীদের পক্ষ থেকে বলা হয় দীর্ঘ কয়েক মাস ধরে জলের সংকট দেখা দিলেও সমস্যা নিরসনের জন্য স্থানীয় মহারানী পঞ্চায়েতের কোন প্রতিনিধি সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে শনিবার মহারানী এলাকায় প্রমিলা বাহিনী জলের দাবিতে পথ অবরোধে বসে। এখন দেখার বিষয় কবে নাগাদ এই জল সরবরাহ নিয়মিত হয়, সে দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন।