Saturday, July 27, 2024
বাড়িরাজ্যখবর প্রকাশের পর সুযোগ পেতে চলেছে লক্ষণ

খবর প্রকাশের পর সুযোগ পেতে চলেছে লক্ষণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে :  স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভিতে খবর প্রকাশ হওয়ার পর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। জানা যায়, মাতৃহারা লক্ষণের অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। যে কারনে পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছিল তার। একই সঙ্গে আগুনে পুড়ে যায় সমস্ত নথি। যে কারনে প্রয়োজনীয় ভাতা পাচ্ছিল না। 

 অবশেষে এই খবর জানার পর প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার মন্ত্রী কলাছড়া গ্রামে লক্ষণ উরাং এর বাসস্থানে যান আধিকারিকদের সঙ্গে নিয়ে। কথা বলেন লক্ষন ওরাং এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে। পরে বাৎসল্য যোজনার মাধ্যমে ভাতা’র ব্যবস্থা করে দেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে চার হাজার টাকা করে প্রদানের ব্যবস্থা করে দেন। ১৮ বছর পর্যন্ত এই সুবিধা পাবে লক্ষন। তুলে দেন প্রয়োজনীয় কাগজ। আগামী দিনেও অর্থের অভাবে যাতে মেধাবী লক্ষণের কোন অসুবিধা না হয় সে বিষয়ে তাকে আস্বস্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। তার দিদাকেও আগামী দিনে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রীর সহযোগিতায় খুশি চন্ডীপুর বিধানসভার কলাছড়া গ্রামের অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্র লক্ষণ উরাং।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য