স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : দিন দুপুরে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক বাড়িতে প্রবেশ করে হাতে নাতে ধরা পড়ল যুবক। এলাকাবাসী তাকে চোর বলে সন্দেহ করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এলাকাবাসী জানায় সে বাড়ির দেওয়াল টপকে ঘরের ছাদে উঠে পড়ে।
পরে নজরে আসে বাড়ির মালিকের। অভিযুক্ত চোর জানায় তার বাড়ি প্রতাপগড় এলাকায়। পশ্চিম থানার পুলিশ চোর আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আটক হওয়া যুবককে পুলিশ নিয়ে যায় থানায়।