Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরেল স্টেশন থেকে আটক ৫ রোহিঙ্গা

রেল স্টেশন থেকে আটক ৫ রোহিঙ্গা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : শুক্রবার ধর্মনগর রেল স্টেশন থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করল ধর্মনগর থানার পুলিশ। এর মধ্যে তিনজন যুবক এবং দুজন যুবতী। তাদের প্রত্যেকের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে। ধৃতরা নুর কুলিমা, মোহাম্মদ সাহ, রোজিনা বেগম, উমরুল্লা এবং মোঃ রিরিয়ান। যাদেরকে আটক করা হয়েছে তারা জানায় তাদের সাথে আরেকজন ছিল তার নাম রূকসার বিবি।

তারা প্রত্যেকেই বাংলাদেশের কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ছিল। তারা বাংলাদেশ থাকাকালীন সে দেশের মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি তাদের ভারতীয় আধার কার্ড দিয়ে ভারতে পাঠায়। বাংলাদেশের কুমিল্লা হয়ে তারকাটার ফেন্সিং কেটে প্রত্যেকে গত ১৮ মে ২৫ হাজার টাকা করে দিয়ে আগরতলাতে প্রবেশ করেছে। আগরতলা আসার পর রূকসার বিবি একজনের বাইকে করে পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য জম্মু-কাশ্মীরে যাওয়া। বর্তমানে ধর্মনগর থানার পুলিশে হেফাজতে রয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশের ব্যক্তি কিভাবে ভারতের আধার কার্ড তৈরি করলেন। এর পেছনে বড় মানব পাচারকারী চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। কিন্তু প্রশাসনের কঠোর নজরদারির অভাবে মানব পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য