স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিশালগড়ের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় এককালীন ব্যবহার যোগ্য নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ।
সমস্ত দোকানদের এই ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। আগামী দিনে এইভাবে এককালীন ব্যবহার যোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা হলে জরিমানা করা হবে বলে কড়া বার্তা দেন ডিসিএম। এদিন শেষে অভিযানকারী দলটি রাউৎখলা ব্রীজ চৌমুহনী এলাকার সুশান্ত দাসের দোকানে অভিযান চালায়। দোকানে বিক্রির জন্য রাখা সামগ্রী গুলি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বাজেয়াপ্ত করা হয়। এমনকি অভিযানকারী দল জানতে পারেন দোকানের নেই কোন ট্রেড লাইসেন্স। তাই সিল দেওয়া হয় দোকানটি। অভিযানের সময় ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।