Friday, April 26, 2024
বাড়িরাজ্যমহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রয়াণ দিবস উদযাপন

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রয়াণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : বুধবার ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রয়াণ দিবস। ১৯৪৭ সালের ১৭ মে প্রয়াত হন আধুনিক ত্রিপুরার রূপকার মানিক্য বংশের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। এই উপলক্ষ্যে সকালে বটতলা রাজ শ্মশানে নির্মিত বেদীতে মহারাজা বীর বিক্রম ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এ ডি সি -র ই এম- সোহেল দেববর্মা, কর্পোরেটার নিবাস দাস, বটতলা বাজার সমিতির সভাপতি, সম্পাদক সহ সোসাইটির সদস্যরা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যে বাহাদুর ৭৬ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। আধুনিক আগরতলার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ৭৬ তম তিরোধান দিবস। তৎকালীন সময়ে সারা রাজ্যকে আধুনিক ভাবে তৈরি করেছেন তিনি। যার সুফল এখন রাজ্যের মানুষ পাচ্ছে। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজন্য স্মৃতি গুলিকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরের নামাকরন করা হয়েছে তাঁর নামে। আগরতলা শহরের মূল মাইল ফলকের স্থানে আবক্ষ মূর্তি বসানো হয়েছে। ইতিহাসকে রাষ্ট্র গঠনের জন্য তুলে ধরতে এই ধরনের প্রচেষ্টা নিয়েছে সরকার ও নিগম বলে জানান মেয়র দীপক মজুমদার। পুর নিগম এই রাজ শ্মশান সংস্কার ও রাস্তা নির্মাণের কাজ করবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য