Friday, April 19, 2024
বাড়িরাজ্যদিল্লির হাটে হবে কুইন আনারসের ব্র্যান্ডের সূচনা

দিল্লির হাটে হবে কুইন আনারসের ব্র্যান্ডের সূচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : ২০১৮ সালে ৭ জুন পূবর্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত ধরে কুইন আনারসকে স্টেট ফ্রুটস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারপর এই আনারস দেশের বাজারে ছড়িয়ে পড়তেই কদর বাড়ে ত্রিপুরার কুইন আনারসের।

 ত্রিপুরার আনারস আগামী দিনে বিশ্বের বাজারে আরও বেশি বিস্তার করতে দিল্লির হাটে লঞ্চ হতে চলেছে কুইন আনারস ব্র্যান্ড। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় দিল্লির হাটে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় কৃষি রাজ্য মন্ত্রী কৈলাস চৌধুরী ও রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথের দ্বারা কুইন আনারসের ব্র্যান্ডের সূচনা হবে। এই বিষয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, ত্রিপুরা রাজ্যে কুইন এবং কিউ দুই প্রজাতির আনারস উৎপাদন হয়। এর মধ্যে কুইন এতটাই সুস্বাদু আনারস যার চাহিদা রয়েছে বাজারে। দেশের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্যের উৎপাদন বেশি। এই আনারস ফলন করে কৃষকরা যাতে আরো বেশি মূল্য পায় তার জন্য দিল্লির হাটে আয়োজিত মেলায় লঞ্চ করা হবে কুইন আনারস। এর জন্য ত্রিপুরা রাজ্য থেকে আনারস এবং একটি প্রতিনিধি দল দিল্লি চলে গেছেন। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। কুইন আনারস আগামীদিনে দেশের মধ্যে জনপ্রিয় করে তুলতে চলছে প্রচারও। পাশাপাশি ফলন বৃদ্ধি করতে নেওয়া হয়েছে উদ্যোগ বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য