Wednesday, June 7, 2023
বাড়িরাজ্যট্রান্সফারেন্সির সরকার মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে : মুখ্যমন্ত্রী

ট্রান্সফারেন্সির সরকার মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : এখন থেকে রান্নায় ব্যবহৃত চার ধরনের গুঁড়ো মশলা ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে ভোক্তাদের সুলভ মূল্যে সরবরাহ করা হবে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে এর শুভ সূচনা হয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার প্রসঙ্গে বক্তব্য রেখে বলেন, জিনিসপত্রের মূল্যের যাতে সামঞ্জস্য থাকে তার জন্যই গণ বন্টন ব্যবস্থা।

তাই এই গণ বন্টন ব্যবস্থা কিভাবে রাজ্যে আরো বেশি মজবুত করা যায় এবং জনগণ যাতে এর সুবিধা পেতে পারে তার জন্য ধারাবাহিকভাবে পরিকল্পনা নিয়ে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলাদের স্বনির্ভর করতে রেশন শপ বিলি করেছে।

ইতিমধ্যে রাজ্যে ২৯০ জন মহিলা রেশন শপ পেয়েছেন। মুখ্যমন্ত্রী এই দিন অনুষ্ঠানে আরো বলেন, সরকার মানুষের জন্য কাজ করতে সংকল্পবদ্ধ। বর্তমান সরকার সমস্যা নিরসনের জন্য ভূমিকা নেয়। কিন্তু সমস্যা জিইয়ে রাখার জন্য নয়। তাই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ট্রান্সফারেন্সির সরকার মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে। আর যখনই যে সমস্যা আছে তার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সমাধানের পথ খুঁজে বের করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরায় যখন মৈত্রী সেতু চালু হয়ে যাবে, তখন ত্রিপুরার চেহারায় বদলে যাবে। রাস্তার ঘাট থেকে শুরু করে সব ক্ষেত্রে ২০১৮ সালের পর পরিবর্তন এসেছে।

 সব ক্ষেত্রে সরকার শ্রেষ্ঠ ত্রিপুরা জন্য কাজ করে চলেছে। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে দপ্তরে মন্ত্রীর উদ্দেশ্যে উপস্থিত রেশন শপের ডিলাররা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য