স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে এবং রাজ্য দূষণ, নিয়ন্ত্রন পর্ষদের সহায়তায় একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমানোর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের চেয়ারম্যান কে এস শেঠ, নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সহ- সভাপতি ডাঃ দিলিপ দাস সহ অন্যান্যরা।
একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এটা পরিবেশ ও প্রকৃতির জন্য অত্যন্ত জরুরি বিষয়। নদীর নাব্যতা কমে যাচ্ছে। আগরতলা শহরে বর্ষা হলেই জল জমে যাচ্ছে। হাওড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় পানীর জলের যোগান দেওয়া দুরহ হয়ে পড়েছে। আগামী দিনে তা আরো ভয়াবহ আকার ধারন করবে। সেই অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে। সরকার হাওড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে। কিন্তু এই ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে সকলকে। কাজ গুলিকে দীর্ঘ স্থায়ী করতে সকলের সহযোগিতা আবশ্যক। স্কুলের ছাত্র ছাত্রীদের ভূমিকা নিতে আহ্বান জানিয়ে একথা বলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।