স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলা পুর নিগমে এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ও কর্পোরেটরগণ সহ অন্যান্যরা।
স্বাস্থ্য আধিকারিক জানান ডেঙ্গু রোগ আগে শহর এলাকায় হয় বলে ধরে নেওয়া হতো। এখন রুরাল এলাকার মধ্যেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এই রোগ প্রতিরোধ করতে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সে বিষয়ে সচেতন মূলক কর্মসূচি হিসেবে আজকে কর্মশালা বলে জানান তিনি। এদিন তিনি পশ্চিম জেলার পরিসংখ্যান তুলে ধরে বলেন এখন পর্যন্ত ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে উঠে এসেছে। দ্রুত ডেঙ্গু রোগ রুখতে প্রতিবছরের মত এ বছরও সচেতন মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।