স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : শ্রমিকদের কাজের টাকা নিয়ে প্রতারণা করলেন পূর্ত দপ্তরের রাজীব দেববর্মা নামে এক ইঞ্জিনিয়ার। অভিযোগ সূর্যমনিনগর বিধানসভা এলাকার ঋষি কলোনী এলাকায় সরকারি অর্থে ৫ লক্ষ ৩২ হাজার ৭০৪ টাকা দিয়ে নির্মাণ করা হয়েছিল গ্রীন রুম। এই কাজটি নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মাকে।
স্থানীয় কাঞ্চন মালার শ্রমিকদের দিয়ে এই কাজটি শুরু করা হয়। কাজটি শেষ করার পর সম্পূর্ণ বিল সরকার থেকে নিয়ে নেয় ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা। কিন্তু শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করে রাখে। অনেকদিন হয়ে যাওয়ার পর কাঞ্চনমালা এলাকার শ্রমিকরা যখন রাজীব দেববর্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন কোনভাবেই যোগাযোগ করা যায় নি। তারপর শ্রমিকরা তাদের কাজের টাকা পাওয়ার জন্য ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে অনেকের দ্বারস্থ হয়। কিন্তু কেউ কোনভাবেই রাজীব দেববর্মার সাথে যোগাযোগ করতে পারেনি।
অবশেষে সোমবার রাত দশটা নাগাদ কাঞ্চনমালা এলাকার নির্মাণ শ্রমিকরা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। তারা অভিযোগ জানিয়েছেন ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা আরো অনেক মানুষের সাথে কাজের টাকা নিয়ে প্রতারণা করেছে। ঠিক একইভাবে তাদের সাথেও প্রতারণা করছে। তাই শ্রমিকরা তাদের কাজের টাকা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানান। তারা আরো জানান, যদি তারা এই কাজের টাকা না পায় তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। এখন দেখার বিষয় হলো সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর শ্রমিকদের কাজের টাকা মিটিয়ে দিতে কি ভূমিকা গ্রহণ করে।