বেঙ্গালুরু, ১৫ মে (হি.স.) : ভোটের ফলপ্রকাশের পর থেকেই কর্ণাটকে শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস, তবুও কে মুখ্যমন্ত্রী হবেন, তা এখনও ঠিক হয়নি। এই পরিস্থিতিতে সোমবার কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, “আমরা এক লাইনের প্রস্তাব পাশ করেছি। সেটি আমরা দলীয় হাইকমান্ডের ওপর ছেড়ে দেব। দিল্লি যাওয়ার বিষয়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আমাকে যে কাজ দেওয়া হয়েছে, আমি সেই কাজ করেছি।”
কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দু’জন, একজন হলেন শিবকুমার এবং অপরজন সিদ্দারামাইয়া। কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে ধোঁয়াশার মধ্যেই একজন কংগ্রেস সমর্থককে বলতে শোনা যায়, “ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়া উভয়েই জনপ্রিয়। তাঁরা দু’জনেই কঠোর পরিশ্রম করেছেন, হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে।”