স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : বিশালগড় গজারিয়া চানমিঞা পাড়া এলাকায় গাড়ি সহ সমেইল উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা।
রবিবার গজারিয়া চানমিঞা পাড়া এলাকায় বন দপ্তরের আধিকারিকরা TR 01 K 1876 নাম্বারের একটি গাড়ি একটি স্ মেইল উদ্ধার করল বন দপ্তরের আধিকারিকরা। পরবর্তী সময়ে গাড়ি সহ স্ মেইল উদ্ধার করে চড়িলাম বনদপ্তরের অফিসে নিয়ে যায়। যার বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা হব বলে জানান জম্পুই জলা ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ সুকান্ত দাস।