স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : চোরের উৎপাতে অতিষ্ঠ আমজনতা। চুরির ঘটনার কোন ভাবেই রেশ টানতে পারছে না পুলিশ। একই রাতে চড়িলামের পর মধ্য ঘনিয়ামারা জামে মসজিদে থাবা বসাল চোরের দল। জানা যায় শুক্রবার রাতে চোরের দল ঘনীয়ামারা জামে মসজিদে চুরির হানা দেয়। একটি বাক্স ভেঙে মসজিদ থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।
শনিবার সকালে নামাজ আদায় করতে এসে লোকজন দেখতে পান চুরির ঘটনা। মসজিদ কর্তৃপক্ষ জানায় মসজিদে ঢুকে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিস। একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।