Thursday, January 23, 2025
বাড়িরাজ্যএলাকাবাসীর হাতে আটক চার চোর

এলাকাবাসীর হাতে আটক চার চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : নেশার টাকা জোগাড় করতে গিয়ে যুবসমাজের একটা বড় অংশ এখন চুরি, ডাকাতি এবং ছিনতাই -এর মতো অপরাধ সংগঠিত করতেও পিছু পা হচ্ছে না। সাম্প্রতিক ঘটনাবলী তারই জলজ্যান্ত উদাহরণ। শনিবার সকালে বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকার মানুষ মিলে চারজন যুবককে সন্দেহজনক ভাবে আটক করতে সক্ষম হয়।

 জানা যায় তারা গত বৃহস্পতিবার একই এলাকার চারটি বাড়ি ও লোকনাথ আশ্রমের দান বাক্স থেকে চুরি করেছিল। শনিবার পশ্চিম লক্ষীবিল এলাকায় আকাশ মিঞা, ইমরান রহমান, টুটন মিঞা ও দিদার হোসেনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।

তারপর এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারপর অভিযুক্ত চার যুবক স্বীকার করে তারা নেশার জন্য চুরির ঘটনা সংগঠিত করে চলেছে। তারপর তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। তাদের সাথে আরো অনেকে জড়িত রয়েছে বলে ধারণা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য