স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : বাংলাদেশী চোরের কাছ থেকে উদ্ধার প্রচুর পরিমাণে অস্ত্র। মধুপুর থানার অন্তর্গত কুনাবন হরিপুর চকবস্তা এলাকা থেকে পুলিশ দুটি চুরি যাওয়া বাইক সহ আটক করেছে চোরকে। চোরের নাম কামাল হোসেন। পুলিশ জানায় গোপন সূত্রের খবরে কুনাবন হরিপুর চকবস্তা এলাকা থেকে দুটি বাইক সহ কামাল হোসেন নামে বাংলাদেশি চোরকে আটক করা হয়েছে।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। তার বাড়ি বাংলাদেশের মাদলায়। তার কাছ থেকে যে দুটি বাইক উদ্ধার হয়েছে সেগুলি নম্বরবিহীন। বাইকগুলি আগরতলা থেকে চুরি হয়েছিল। ধৃত চোর বাইক দুটি নিয়ে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে এদিন দাঁড়িয়ে ছিল। তার সাথে ছিল আরো কয়েকজন। বাকিরা গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ ইতিমধ্যে পুরো গ্যাংকে জালে তুলতে তদন্তে নেমে পড়েছে। পাশাপাশি পুলিশ জানায় কমলা সাগর সীমান্ত দিয়ে কিছু জায়গা দুর্বলতা থাকা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করছে মধুপুর থানার পুলিশ।