স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে :২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর কাছে নজরে ছিল দক্ষিণ ভারতের কর্নাটক নির্বাচন। যথারীতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর শনিবার ছিল ভোটের ফলাফল। সকাল আটটা থেকে কর্ণাটকের ৩৬ টি গণনা কেন্দ্রে শুরু হয় ই ভি এম বন্দি জনমত গণনার কাজ। বেলা বাড়ার সাথে সাথে পিকচার পরিষ্কার হতে থাকে। কুর্সি দখল করছে কংগ্রেস।
বর্তমান সময়ে কর্ণাটকের মত একটি বড় রাজ্যে বিজেপিকে ধাক্কা দিয়ে কংগ্রেসের উত্থান এক প্রকার ভাবে বড় অপ্রত্যাশী। সে আনন্দের উল্লাস আছড়ে পড়তে শুরু হয় ত্রিপুরায়। দুপুরের নাগাদ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রাক্তন বিধায়ক আশীষ সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে উঠে। পুড়ানো হয় বাজি পটকা। কংগ্রেসের এই সফলতা প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা বলেন, কর্নাটকের নির্বাচন ছিল এক বড় চ্যালেঞ্জ। দেশের মানুষ বিভাজনের রাজনীতি, জাত পাতের রাজনীতি এবং দুর্নীতিপরায়ণে ভরপুর ছিল কর্ণাটক। তাই কংগ্রেসের পক্ষ থেকে জনগণের কাছে উন্নয়নের জন্য ভোট চেয়েছিল।
জনগণ কংগ্রেসের আহবানে সাড়া দিয়ে রায় দিয়েছে। শনিবার সকাল থেকে ভোটে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের জয়। কর্নাটকের এ জয় ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের জন্য রূপরেখা তৈরি করবে বলে অভিমত ব্যক্ত করেন আশীষ সাহা। শ্রী সাহা ত্রিপুরার গত বিধানসভার নির্বাচনোত্তর সন্ত্রাস প্রসঙ্গে বলেন, কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে তাদের মনোবল নষ্ট করে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু এইগুলি করে কোন লাভ হবে না। দেশের মানুষ কংগ্রেসের সাথে রয়েছে। তিনি আরো বলেন রাহুল গান্ধীর ভারত জড়ো আন্দোলনের প্রতিফলন কর্ণাটক থেকে প্রতিফলিত হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করলেন আশীষ কুমার সাহা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, কর্ণাটকের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানান বীরজিৎ সিনহা।