Thursday, January 23, 2025
বাড়িরাজ্যশনিবার বসে জাতীয় লোক আদালত

শনিবার বসে জাতীয় লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী শনিবার রাজ্যে বসে জাতীয় লোক আদালত। রাজ্যের সব জেলা এবং মহাকুমা আদালত চত্বরে বসে জাতীয় লোক আদালত। ত্রিপুরার উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ৮০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। লোক আদালতে সবচেয়ে বেশি ১১ টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। এদিন মোট ৬৬ টি বেঞ্চে ১১,৩৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।

এর মধ্যে মামলা আগের বিরোধ সংক্রান্ত ৫ হাজার ৭০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬,২৭৬ টি মামলা রয়েছে। এছাড়াও জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৩৯৩ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২ টি, ভোক্তা আদালত সংক্রান্ত ৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯ টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪ টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১ টি মামলা, দূর সঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭ টি মামলা, আপস যোগ্য ফৌজদারি বিরোধের ৫,৫৭৬ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৯৭ টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। আগরতলা কোট চত্বরে লোক আদালতের বেঞ্চ ঘুরে দেখেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। লোক আদালত সরজমিনে ঘুরে দেখার পর ত্রিপুরা উচ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং জানান আদালতে বহু মামলা বিচারাধীন রয়েছে। স্বাভাবিক নিয়মে যে ভাবে আদলতের কাজকর্ম চলে তাতে সকল মামলার দ্রুত নিস্পত্তি সম্ভব হচ্ছে না। লোক আদালতের মাধ্যমে আপোষযোগ্য মামলা গুলির দ্রুত নিস্পত্তি সম্ভব। এতে করে আদালতের উপর চাপ কিছুটা হলেও কমবে। লোক আদালতের মামলার নিস্পত্তির ফলে উভয় পক্ষের সুবিধা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য