স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : সামনেই বর্ষা মরশুম, বিদ্যুৎ নিগমে রয়েছে কর্মী স্বল্পতা। তারপরও দুর্যোগের পরিস্থিতিতে মানুষকে পরিষেবা দিতে দায়বদ্ধ বিদ্যুৎ নিগমের কর্মীরা। শনিবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কর্মচারী সংঘের বর্ধিত সভা হয়। এদিন রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণি বিতানে হয় বর্ধিত সভা।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনুপ আচার্য, সাধারণ সম্পাদক দুলাল দেবনাথ, সহ- সভাপতি, কোষাধ্যক্ষ সহ অন্যরা। সাধারণ সম্পাদক বলেন, আসন্ন দুর্যোগপূর্ণ দিনে আসছে। বর্ষা মরশুমে প্রত্যেকটি কর্মী যাতে সচেতন থাকে।তবে পরিষেবা দিতে গিয়ে যাতে কেউ তাড়াহুড়ো না করেন। সুন্দর ভাবে সমস্ত কর্মীরা যাতে পরিষেবা দেন। তিনি বলেন, সরকারের পাশে থেকে বিদ্যুৎ কর্মীরা কাজ করতে চায়। এই সরকার সহানুভূতির সরকার। সব সময় পাশে থাকে। কিন্তু তারা এই দিন বিদ্যুৎ নিগমের কর্মী স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এবং সম্প্রতি বিদ্যুতের সংস্পর্শে এসে দুর্ঘটনার বিষয়ে তারা কর্মীদের সচেতন করেন।