Friday, June 9, 2023
বাড়িরাজ্যলোকসভা নির্বাচনে লক্ষ্য ত্রিপুরার ২ আসনে বিজেপির জয় : মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনে লক্ষ্য ত্রিপুরার ২ আসনে বিজেপির জয় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : নজরে লোকসভা নির্বাচন। ত্রিপুরা রয়েছে দুটি আসন। তার আগেই মানুষের কাছে পৌঁছাতে ভাজপার কলাকৌশল শুরু হয়েছে। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিজেপির বুথ স্ব-শক্তিকরনের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর পুর্তি উপলক্ষ্যে একাধিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

 মানুষের কল্যাণে নরেন্দ্র মোদী কি কি কাজ করেছেন, সেইগুলি সাধারন মানুষের সামনে তুলে ধরা হবে। বুথ স্বশক্তিকরনের জন্য ইতিমধ্যে ৩১ জনের কমিটি গঠন করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লক্ষ্য একটাই লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য