স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : শনিবার আগরতলা বনমালীপুর স্থিত রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের শরীরে সবচেয়ে দামি সম্পদ রক্ত।
সময়ের সাথে তাল মিলিয়ে এক জোগান দিতে পারলে অনেকটাই ভালো। রাজ্যে রক্তদানের ইতিহাস বহু পুরনো। সকলে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন স্বতঃ স্ফূর্ত ভাবে। ২০২২-২৩ অর্থ বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৩৮ হাজার ইউনিটের উপর রক্তদান করা হয়েছে। সনাতন ধর্মে শান্তির কথা বার বার উঠে এসেছে। কিন্তু মাঝে মাঝে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা হয়। জনগণের মাধ্যমেই এই সরকার গঠিত হয়। সরকারের কাজ জনগণের স্বার্থে কাজ করা। সমস্যা নিরসনের জন্য সরকার গঠিত হয়।
আগে সমস্যার সৃষ্টি করে তা জিইয়ে রেখে সরকার চলত। কিন্তু বর্তমান সরকার সমস্যা নিরসের লক্ষ্যে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, রক্তের সংকট মেটাতে এ ধরনের শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ধরনের শিবির আগামী দিনেও অব্যাহত থাকবে। কারণ রক্তে চাহিদা রয়েছে। তাই সেই চাহিদা মেটাতে এ ধরনের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি বলে সকলের সুস্থতা কামনা করেন স্যন্দন পত্রিকার সম্পাদক। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ মন্দির পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক প্রমুখ। উপস্থিত সকলে এদিন রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।