স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : শনিবার সকালে রাজ্যে এসে পৌঁছালো টিসিএস অফিসার কৃষানো দে -র কফিনবন্দি দেহ। শুক্রবার সকালে কলকাতায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে।
হাসপাতালে সকাল ১১ টার নাগাদ মৃত্যুর কূলে ঢলে পড়েন তিনি। তিনি ২০১০ সালে টিসিএস অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি সমবায় দপ্তরের দায়িত্বে ছিলেন। মাত্র ৩৯ বছর বয়সে তার মৃত্যু মেনে নিতে পারছে না সহকর্মী এবং পরিবার পরিজন। শনিবার সকালে কফিনবন্দি দেহ রাজ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সহকর্মীদের মধ্যে। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এদিন পুরাতন কালিবাড়ি রোড এলাকার কার্যালয়ে মৃতদেহে পুষ্পাঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। পাশাপাশি পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান সহকর্মীরা।