স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : ক্লাস চলাকালীন অবস্থায় বিদ্যালয়ের বারান্দায় এসে এক ছাত্রীকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে প্রাক্তন গ্রাম প্রধান কামাল মিঞার ছেলে ইয়ামিন মিঞা বলে অভিযোগ। ঘটনা মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। জানা যায় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহানাজ বেগম ক্লাস রুমে ব্যাগ রেখে রুম থেকে বেরিয়ে আসে বারান্দায়। সেই সময় ইয়ামিন মিয়া নামে এক বখাটে যুবক বাইক নিয়ে স্কুলে প্রবেশ করে শ্রেণী কক্ষের বারান্দায় দাড়িয়ে থাকা শাহানাজ বেগমকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
এতে আহত হয় শাহানাজ বেগম। শাহানাজ বেগমের চিৎকার শুনে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ছুটে আসে। দ্রুত আহত শাহানাজ বেগমকে নিয়ে যাওয়া হয় হাপানিয়া মেডিকেল কলেজে। এইদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে যান স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিঞা সহ এলাকাবাসীরা। বিদ্যালয়ের এক শিক্ষক ও বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান জানান অভিযুক্ত ইয়ামিন মিঞা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে সে এলাকায় বখাটে যুবক হিসাবে পরিচিত। ঘটনার বিষয়ে আমতলি থানার পুলিশকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে পুলিশকে।