Thursday, March 28, 2024
বাড়িরাজ্যমোকার প্রভাব পড়বে দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলায়

মোকার প্রভাব পড়বে দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। এই বিষয়ে সতর্ক করলো রাজ্য আবহাওয়া দপ্তর। জানা যায় বঙ্গোপসাগরের অতি গভীরে নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। এবং খুব সহসাই এই ঘূর্ণিঝড় আরো অতি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আরো জানা গেছে বুধবার সন্ধ্যার পর থেকে অতি গভীর নিম্নচাপ ৮ কিলোমিটার বেগে একটু একটু করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে আরও উত্তর-পশ্চিমে সরে যায়। তারপর বৃহস্পতিবার ভোরে শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড় মোকায় পরিণত হয়েছে। ফলে বর্তমানে ঘূর্ণিঝড় পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ, পশ্চিমে অবস্থান করছে। যা বাংলাদেশের কক্সবাজার থেকে ১২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা। বৃহস্পতিবার মাঝ রাতের মধ্যে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যথারীতি ঘূর্ণিঝড় ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে বলে ধরে নিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে মোকা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে আবহবিদরা। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই ঝড় খুব শক্তিশালী। ত্রিপুরায় ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ১৪ মে দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। তবে ১৩ ও ১৪ মে প্রবল বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। ১৫ মে উত্তর জেলা এবং ঊনকোটি জেলায় প্রবল বৃষ্টিপাত হবে বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানান আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানি এন কুলকর্ণী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য