Saturday, July 27, 2024
বাড়িরাজ্যদ্বিতীয় রেল লাইন ও রেলওয়ে ডিভিশন স্থাপনের দাবিতে কংগ্রেসের আন্দোলন

দ্বিতীয় রেল লাইন ও রেলওয়ে ডিভিশন স্থাপনের দাবিতে কংগ্রেসের আন্দোলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : দ্বিতীয় রেল লাইন এবং রেলওয়ে ডিভিশন স্থাপন করার দাবিতে সোমবার এন এফ রেলওয়ের সদর দপ্তরে বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পরবর্তী সময় ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল।

 প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা জানান, ত্রিপুরায় দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মীরা আন্দোলন এবং ডেপুটেশনে সামিল হয়েছে। সোমবার এন এফ রেলওয়ের সদর দপ্তরে ডেপুটেশনের মধ্য দিয়ে এক স্মারক লিপি তুলে দেন তারা। এই স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রতিটি জেলার জেলা সদর এবং মহকুমায় যাতে এই দ্বিতীয় রেল লাইন স্পর্শ করে। একই সঙ্গে দাবি জানানো হয় ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করার। কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি দীর্ঘদিনের। এই বিষয়টি যাতে জনস্বার্থে গুরুত্বের সাথে দেখা হয় তার জন্য দাবি জানানো হয়েছে এদিন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য