Sunday, September 8, 2024
বাড়িরাজ্যকবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন

কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ মে : তথ্য, সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিন উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এই বছরও প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলা স্থিত রবীন্দ্র কাননে হয় এই প্রভাতী অনুষ্ঠান। সকাল সাড়ে ছটায় কবি গুরুর পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে  শুরু হবে মূল অনুষ্ঠান।

 এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।  পাশাপাশি পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।  তাকে সামনে রেখে রবীন্দ্র কাননকে সাজিয়ে তোলার কাজ চলছে। সোমবার এই দৃশ্য পরিলক্ষিত হয়। কবি গুরুর পূর্ণাবয়ব মূর্তিতে পড়েছে নতুন রঙের প্রলেপ। একই সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে রবীন্দ্র কানন চত্বর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য