Sunday, May 28, 2023
বাড়িরাজ্যবিশ্ব হাসি দিবসে অনুষ্ঠানের আয়োজন

বিশ্ব হাসি দিবসে অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এসোসিয়েশনের উদ্যোগ ১৫ তম বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয় রবিবার। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের উদযাপন করা হয় বিশ্ব হাসি দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্যরা।

উপস্থিত সকলের বিশ্ব হাসি দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিট ইন্ডিয়া, সুস্থ ইন্ডিয়া দেখতে চাইছেন। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন সুস্থ ত্রিপুরা গড়তে। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে। সকলের সহযোগিতা ছাড়া এই কাজ করা কোন কিছুতেই সম্ভব নয়। অনুষ্ঠানে উপস্থিত স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে জানান মানুষকে শারীরিক দিক দিয়ে সুস্থ থাকার পাশাপাশি মনের দিক দিয়েও সুস্থ থাকা জরুরি। তাই হাসি অত্যন্ত মূল্যবান। যা মানুষের মনকে সুস্থ রাখে। তাই এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য