স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : কিছুদিন পূর্বে রাজ্যের পশু দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই চিকিৎসা কেন্দ্রে আচমকা অভিযান চালানোর কারণ এই পশু চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মন্ত্রী পশু হাসপাতাল পরিদর্শন করার পর একাধিক ত্রুটি তাঁর নজরে পড়ে। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ভেজাল ঔষধ তিনি দেখতে পেয়ে স্টোর রুমটি সিল করে দিয়ে যান। কিন্তু শনিবার রাতে দেখা যায় এই চিকিৎসা কেন্দ্রের প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভিতরে কয়েকজন কর্মচারী কাজ করছেন ।
আর বাইরে পাহারা দিচ্ছেন চিকিৎসক শুভাশিস দেব চৌধুরী । একজন অন্য স্থানের সরকারি কর্মচারীও ভিতরে কাজ করছিল। এমনকি মন্ত্রীর দ্বারা সিল করে দেওয়া স্টোর রুমটিও তারা খুলে দেয় । জিনিসপত্র এলোমেলো করে। এতে বুঝা যায় তারা ভিতরে কোন কিছুর গর্মিল বুঝতে পেরে তা ঠিক করার চেষ্টা করছিল । তবে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন সঠিক সদুত্তর দিতে পারেনি। তখন ওই এলাকাবাসীদের মধ্যে সন্দেহ জাগে হয়তো ভিতরে কোন কিছু হচ্ছে । সাথে সাথেই এলাকাবাসী সহ বেশ কয়েকজন সাংবাদিক এবং কৈলাসহর থানার পুলিশে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এমনকি খবর পৌঁছে যায় কৈলাশহর বিজেপি জেলা অফিসে । জেলার নেতৃত্ব অরুন সাহাও ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসী এবং সাংবাদিকদের বুঝতে অসুবিধা হয়নি যে বাইরে থাকে তালা দিয়ে ভিতরে ঔষধ পাচারের জন্য ও ষ্টক খাতা মেলানোর জন্য কাজ চলছিল । তখন ঐ এলাকাবাসীরা জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করলে ভিতর থেকে কর্মীরা বের হয়ে আসেন। বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা বলেন বাইরে তালা দেওয়া রুমে বসে ভেতরে কাজ করছে কিছু কর্মচারী। কোন কিছু আড়াল করতে তাদের এই অপচেষ্টা। তবে পুলিশ সঠিক তদন্ত করুক তার দাবী জানান। এলাকাবাসীদের দাবি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিক ও চিকিৎসকদের অবিলম্বে বরখাস্ত করা হোক। গোটা ঘিরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। দুর্নীতি আড়াল করতেই একাংশ অসাধু কর্মী এই ধরনের অপচেষ্টা বলে অভিমত স্থানীয়দের।