Saturday, July 27, 2024
বাড়িরাজ্যছেলে মেয়েদের ফিরিয়ে আনতে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন

ছেলে মেয়েদের ফিরিয়ে আনতে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : অশান্ত মনিপুর থেকে কখন বাড়ি ফিরবে সন্তান, বুঝে উঠতে পারছে না মা বাবা। সুরক্ষিতভাবে সন্তানকে বাড়ির ফিরিয়ে আনতে ভিড় জমাচ্ছে টিকিট কাউন্টারে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উপেক্ষা করে টিকিট কাটতে দেখা যায় শনিবার। অভিভাবকদের বক্তব্য গোহাটি হাইকোর্টের এক নির্দেশকে কেন্দ্র করে আদিবাসী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয় মনিপুরে। গত কয়েকদিনে রণ রূপ ধারণ করেছে মনিপুর।

সেখানে জারি করা হয়েছে শুট আউট অ্যাট। স্তব্ধ হয়ে পড়েছে বাজারহাট। পানীয় জল সহ খাবারের সংকট ক্রমশ বাড়ছে। গৃহবন্দী হাজার হাজার মানুষ। আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। এই কঠিন পরিস্থিতিতে ডাক্তারি কিংবা বিভিন্ন পেশাগত ডিগ্রি কোর্স করতে যাওয়া ছেলেমেয়েদের সুরক্ষিতভাবে রাজ্যে ফিরিয়ে আনতে চায় অভিভাবকরা। এবং সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মনিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের হোস্টেল থেকে উদ্ধার করে বিমানবন্দরে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মীদের। এবং সঠিকভাবে তাদের বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো যাতে হয় তার জন্য নিয়মিত খবর রাখছেন মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিক। কিন্তু বিমানবন্দর থেকে ত্রিপুরায় নিয়ে আসতে বিমান টিকিটের প্রয়োজন। তাই তারা টিকিট কাটতে টিআরটিসি -তে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। গ্রুপে টিকিট মিলবে বলে টিকিট কাউন্টার থেকে জানানো হয়েছে। এবার কখন বাড়ি ফিরবে সন্তান তার জন্য আশার আলো দেখছে মা বাবা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য