স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : গাছ কাটতে গিয়ে গাছের ডাল পড়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম সুজন শীল, বয়স ২৪ বছর। বাড়ি ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাই ছড়ি এলাকায়। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত সোনাইছড়ি এলাকায়। মৃত যুবক বিজেপির যুব মোর্চার ৩৭ ঋষ্যমুখ মন্ডলের ২৯ নং বুথের বুথ সভাপতি ছিল।
ঘটনার বিবরণে জানা যায় সুজন শীল সংসার প্রতিপালনের জন্য গাছ কাটার কাজ করে। অন্যান্য দিনের ন্যায় শনিবার সকালে সহকর্মীদের সাথে সে গাছ কাটতে যায়। গাছ কাটার সময় অসতর্কতাবসত গাছের ডাল এসে পরে সুজনের বুকে। এতে গুরুতর ভাবে আহত হয় সুজন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুজন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় মৃত সুজনের পরিবারের লোকজন। মৃত সুজনের বাবা ভাই সহ আত্বিয় পরিজনরা এইদিন হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন। সুজনের আকস্মিক মৃত্যুতে এলাকা জুরে নেমে এসেছে শোকের ছায়া। এইদিকে সুজনের মৃত্যুর সংবাদ পেয়ে হসাপাতালে ছুটে যান বিজেপি ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি সহ বিজেপি দলের কর্মী সমর্থকরা।