Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যড্রাগস রুখতে জেলা শাসকের কাছে ডেপুটেশন

ড্রাগস রুখতে জেলা শাসকের কাছে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : ড্রাগস রুখতে শনিবার ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পশ্চিম জেলা শাসককে উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের সদস্যরা জানান, ২০১৮ সালে বিজেপি এবং আই পি এফ টি জোট রাজ্যের ক্ষমতায় আসার পরই সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যবাসীকে।

 দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আবারো একধাপ এগিয়ে ঘোষনা করেন ত্রিপুরাকে নেশামুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কিন্তু নেশামুক্ত ত্রিপুরা গড়ার আড়ালে গোটা ত্রিপুরা আজ সর্বনাশা ড্রাগসের কবলে। শহর শহরতলি থেকে শুরু করে রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র সর্বনাশা এর রমরমা বাণিজ্য চলছে। যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষজন ড্রাগসে আসক্ত হচ্ছে।

 স্কুল কলেজে পর্যন্ত ঢুকে গেছে সর্বনাশা ডাগস। বেসরকারি সূত্র মতে রাজ্যে এই মুহুর্তে প্রায় ২০ হাজার এইচ আই বি পজেটিভ রুগী রয়েছে। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় এইডস্ মহামারির চেহারা নিচ্ছে। রাজ্যের আরক্ষা দপ্তরের কর্মীদের হাতে প্রায়ই ড্রাগস্ বিক্রেতা ধরা পড়ছে। কিন্তু বাস্তবে সর্বনাশা ড্রাগস্ অর্থাৎ নেশা কারবারি ও পাচারকারীরা বহাল তবিয়তেই রয়ে যাচ্ছে। তারা আরো জানান অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য