Wednesday, June 7, 2023
বাড়িরাজ্যউগান্ডার যুবতীর কাছ থেকে টাকার বেগ সহ পাসপোর্ট ছিনতাই

উগান্ডার যুবতীর কাছ থেকে টাকার বেগ সহ পাসপোর্ট ছিনতাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : বৃহস্পতিবার রাতে এক অটো চালক বাব্রা নাবাওয়েসি নামে এক উগান্ডার যুবতীর কাছ থেকে টাকার বেগ সহ পাসপোর্ট ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় বিবরণে জানা যায়, এদিন আগরতলা রেল স্টেশন থেকে এক অটো চালক মহিলাকে বিশালগড় জেল রোড এলাকায় নিয়ে আসে।

 সেখানে অটো চালক তাকে নামিয়ে তার ব্যাগ এবং মোবাইল ফোন, পাসপোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যায়। পরে অপর এক অটো চালক তাকে দেখতে পেয়ে রাত দুটো নাগাদ বিশালগড় মহিলা থানায় পৌঁছে দেয়। ভাষাগত সমস্যা থাকার কারণে তার সাথে বিস্তারিত ভাবে কথা বলতে পারেনি পুলিশ কর্মীরা। তবে সে জানিয়েছে উগান্ডা থেকে ভারতবর্ষে এসে দিল্লিতে ছিল বেশ কিছুদিন। দিল্লি থেকে কি কারনে ত্রিপুরা এসেছে এই মহিলা তা স্পষ্ট জানা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য