স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ প্রয়াত হলেন সি পি আই এম -এর সোনামুড়া মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক মানিক দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত ১৫ দিন ধরে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরবর্তী সময়ে মরেদেহ নিয়ে আসা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। প্রয়াত মানিক দাশগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব।
মরদেহে পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময় প্রয়াত মানিক দাশগুপ্তের জীবনী বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। তিনি বলেন দীর্ঘ সময় সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মানিক দাস গুপ্ত। কিন্তু পরবর্তী সময় শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তারপরও তিনি দলের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতেন। এবং মানিক দাসের মৃত্যু দলের জন্য এটা বড় শূন্যতা। কারণ দলের কঠিন সময়ে তিনি সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন বলে জানান পবিত্র কর।