স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : রাজধানীতে এক ভাড়া বাড়ি থেকে লক্ষাধিক টাকার প্রচুর নেশা সামগ্রী, নগদ অর্থ সহ ৪ যুবক পুলিসের জালে। পূর্ব থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে। পুলিশের কাছ থেকে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার নেশা বিরোধী অভিযানে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। শুধু নেশা বিক্রেতাই নয়, ড্রাগস সেবন কারীরাও আটক হচ্ছে। পূর্ব আগরতলা থানার পুলিশ এদিন অভিযান চালায় ধলেশ্বর ৩ নম্বর রোড এলাকায় বিকাশ চক্রবর্তীর বাড়িতে।
বাড়ির মালিক কলকাতায় থাকেন। বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। এই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই প্যাকেট ব্রাউন সুগার, কৌঠা, নগদ অর্থ , মোবাইল সহ বিভিন্ন জিনিস উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় নরেশ দেববর্মা, রোহিত দেববর্মা, রাহুল দেববর্মা ও বিকু দেববর্মাকে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ি, স্কুটি ও মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে। একথা জানান সদরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিস আধিকারিক আশিস দাশগুপ্ত। পুলিস এন ডি পি এস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত করছে। ধারণা মালিকের অনুপস্থিতিতে এই বাড়ি থেকেই ড্রাগস বিক্রি করা হতো। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালালে হয়তো আরও নাম বেরিয়ে আসতে পারে।