স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : আগামী শুক্রবার গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্মবার্ষিকী। আগরতলা স্থিত বেনুবন বিহারে দিনটি বিশেষভাবে উদযাপন করার আয়োজন করা হয়েছে। আগরতলার বেনুবন বিহার এই বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বিকাল চারটা নাগাদ আলোকসজ্জার উদ্বোধন করবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রী সান্তনা চাকমা, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যেন্দ্র পোদ্দার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বেনুবন বিহারে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ভেন খেমছড়া। তিনি আরো বলেন, শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। সন্ধ্যায় হবে বিশেষ প্রার্থনা। সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সমবেত হয়। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন বলে জানান উপাসক তুষার কান্তি চাকমা।