স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : বৃহস্পতিবার সাত সকালে নতুন বাজার এলাকায় চার বাংলাদেশি রোহিঙ্গা সহ মোট ছয়জনকে আটক করল নূতন বাজার থানার পুলিশ। সাথে একটি ইকো গাড়ি আটক করে নূতন বাজার থানার পুলিশ। ঘটনায় নতুন বাজার জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ নতুন বাজার থানা সংলগ্ন একটি টিফিনের দোকানের সামনে সন্দেহজনকভাবে বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে নতুন বাজার থানার পুলিশ।
তাদের কথাবার্তায় বেশ অসংলগ্নতা পায় পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ একটি ইকো গাড়ি সহ ছয় জনকে নতুন বাজার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মাধ্যমেই জানা যায় যে ছয়জনের মধ্যে চারজন বাংলাদেশী রোহিঙ্গা। তাদের কাছ থেকে জানা যায় যে বহির্রাজ্য থেকে ট্রেনে করে আগরতলা বাধারঘাট স্টেশনে এসেছে তারা। বাবুল দাস নামে এক দালালের সাথে ফোন মারফত যোগাযোগ করে তারা ত্রিপুরায় এসেছে বলে জানায়। সে দালাল মারফত গাড়ি রিজার্ভ নিয়ে বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে তীর্থমুখ মন্দির ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশি রোহিঙ্গারা। রাজ্যের আরক্ষা প্রশাসনের গোয়েন্দা বিভাগকে এক প্রকার ঘুমে রেখে আগরতলা থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তায় অনেকগুলি পুলিশ নাকা পয়েন্ট অনায়াসে অতিক্রম করে নেয় বাংলাদেশি রোহিঙ্গা পরিবহনকারী গাড়িটি। অবশেষে নতুন বাজার থানার পুলিশ দালাল বাবুল দাস সহ চার বাংলাদেশী রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হলেন জিকুর রহমান, কামাল হোসেন, মহম্মদ সাকের, রেহমিনা বেগম, বাবুল দাস, দালাল বিপ্লব দে। TR 01 AX 0492 নম্বরের ইকো গাড়িটি আটক করে পুলিশ। বাংলাদেশি রোহিঙ্গা আটকের খবর ছড়িয়ে পরতেই নূতন বাজারে চাঞ্চল্য দেখা দেয়।