স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : চোরের উৎপাতে অতিষ্ঠ কদমতলা বাসী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছুড়ে হুঙ্কার দিলেন পথ অবরোধের।
জানা যায়, গত সোমবার গভীর রাতে কদমতলা থানা এলাকার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের পাল পাড়ার বাসিন্দা বিদ্যুৎ পালের ই-রিক্সা বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। পরদিন সকালে ঘটনাটি নজরে আসলে ই-রিক্সার কর্ণধার অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ই-রিক্সার কোন সন্ধান পায়নি।
পরে থানায় লিখিত চুরির মামলা দায়ের করেন। কিন্তু চুরির তিনদিন অতিক্রান্ত হলেও চুরি যাওয়া ই-রিক্সা বের করতে পারেনি পুলিশ। অপরদিকে পুলিশের উপর ভরসা হারিয়ে সংবাদ মাধ্যমের শরনাপন্ন হয়ে ই-রিক্সা ফিরে পাবার আকুল আর্জি জানান। ই-রিক্সা মালিক আরো জানান, ই-রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করতেন। এখন ই-রিক্সা চুরি যাওয়াতে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, কদমতলা থানায় লিখিত চুরির মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোন মামলা গ্রহন করেনি পুলিশ। অপরদিকে কদমতলা বাজার সভাপতি সুভাষ পাল জানান, পুলিশ চোরের গোপন আঁতাতের কারনে কদমতলা বাসী অতিষ্ঠ। প্রতি রাতেই কোন না কোন গৃহস্থের ঘরে হানা দিচ্ছে চোরের দল। নেই নিয়ম মাফিক থানা এলাকায় রাত্রিকালীন টহলদারি। পুলিশ চব্বিশ ঘণ্টার মধ্যে ই-রিক্সা উদ্ধার করতে না পারলে পালপাড়া বাসী কদমতলা-ধর্মনগর সড়ক অবরোধে বসবে।