Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন

নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : দীর্ঘদিন ধরে রাজ্যে রেডিওগ্রাফার নিয়োগ হচ্ছে না। তাই আগরতলা গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করলেন রেডিওগ্রাফি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা। তাদের দাবি রাজ্যের হাসপাতাল গুলিতে স্বাস্থ্যপরিষেবা ঢেলে সাজাতে অতিসত্বর রেডিওগ্রাফার নিয়োগ করা জরুরি।

বিভিন্ন হাসপাতাল গুলিতে শারীরিক পরীক্ষা নতুন প্রযুক্তি সম্পন্ন মেশিন আনা হয়েছে। কর্মী সংকটের কারণে মেশিনগুলি ব্যবহার করা যাচ্ছে না হাসপাতালগুলিতে। তাদের আরো বক্তব্য রাজ্যের তিন থেকে সাড়ে তিন শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার রেডিওগ্রাফার রয়েছে। ২০২২ সালের ২৭ এপ্রিল সরকারের বিবৃতি অনুযায়ী ১০৬ টির উপর-শূন্য পদ রয়েছে। তারা আরও জানান ২০১৭ সালের পর রেডিওগ্রাফার নিয়োগ হয় নি। নিয়োগ করা হয় তার জন্য দাবি জানিয়ে দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য