স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : ছৈলেংটা ব্রীজের নীচে মনু নদীর পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম শান্তিজয় চাকমা, বয়স ৩৫ বছর। বাবার নাম কালিজয় চাকমা, বাড়ি তিলকপাড়া। জানা যায়, শান্তিজয় চাকমা মঙ্গলবার রাত ৮ টার নাগাদ বাড়ি থেকে বের হয়ে এক বন্ধুর সাথে অপর এক ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য যায়। কিন্তু রাতে বাড়ি ফিরে নি।
পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর কোন হদিস পায়নি তার। বুধবার সকাল ৭ টা নাগাদ পরিবারের লোকজন খবর পায় শান্তিজয় চাকমার মৃতদেহ ছৈলেংটা ব্রীজের নিচে পরে রয়েছে। এদিকে ছৈলেংটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ছৈলেংটা থানার পুলিশ জানায়, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার স্ত্রীর কাছ থেকে জানা গেছে প্রতিনিয়ত সে নেশায় আসক্ত থাকতো। মৃতদেহের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। এটা নেশা সেবন করার জন্য বুকের লান্স ফেঁটে গিয়ে এরকম হয়েছে বলে ধারনা করছে পুলিশ। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত হবে জানায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে লংতরাইভ্যালী হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃতদেহ যে ভাবে পড়ে রয়েছে তাতে অনেকেরই ধারণা রহস্যময়। পুলিশ সুষ্ঠু তদন্ত করলে হয়তো বের হয়ে আসতে পারে লেনদেন ঘিরে কোন কিছু হয়েছে কিনা। কারণ রাত আটটা নাগাদ সে টাকা নিয়ে অপর এক বন্ধুর সাথে ঘর থেকে বের হয়েছে। এমনটাই মনে করছে আবার অনেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।