স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : বুধবার উত্তর জেলার চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স পরিদর্শনে যান দুই মন্ত্রী। অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবহন দপ্তরের অধিকর্তা, বিক্রয়কর দপ্তরের অধিকর্তা,খাদ্য দপ্তরের অধিকর্তা, উত্তর জেলার জেলা শাসক সহ অনান্য আধিকারিকরা। এদিন সকালে প্রথমে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী।
তারপর আসেন পরিবহন দপ্তরের মন্ত্রী। তাঁরা সরেজমিনে চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্স পরিদর্শন করেন। তারপর অর্থমন্ত্রী বিক্রয়কর দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। দৈনিক ও মাসিক রাজস্ব সম্পর্কে খোঁজ খবর নিয়ে সরজমিনে খতিয়ে দেখেন। তাছাড়া চুরাইবাড়ি চেকপোস্ট থেকে আগামী দিনে আরো রাজস্ব বৃদ্ধি করা যায় কিনা তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। অর্থমন্ত্রী জানান দপ্তর কেবল মহাকরণে বসে কাজ করবে না। সেখানে সেখানে রাজস্ব আদায় হয় সেই জায়গা গুলি পরিদর্শন করে তা বৃদ্ধি করা। দুর্বলতা গুলি দূর করা। একই সঙ্গে কর্মীদের স্বার্থও দেখা হচ্ছে বলে জানান তিনি। সমস্ত অংশের মানুষের জন্য কাজ করছে সরকার।
তাই উৎস সঠিক রাখতে এইধরনের উদ্যোগ বলে জানান অর্থ মন্ত্রী। চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্সে অর্থ ও পরিবহণ দপ্তর সমানভাবে কাজ করছে। প্রতিদিন ৩০০ গাড়ি প্রবেস করে। রাজ্যের জীবন রেখা এই চুড়াই বাড়ি। এই প্রবেশ স্থানে সঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখা মন্ত্রী ও আধিকারিকদের দায়িত্ব। পরিদর্শন শেষে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।চুরাইবাড়ি সেইলটেক্স কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন মন্ত্রী দ্বয় । সেই সমস্যা গুলি চাক্ষুস করেন তারা। ওয়েট ব্রিজগুলি মেরামতি ও রাস্তা মেরামত করার জন্য জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেন।