Saturday, January 18, 2025
বাড়িরাজ্যইন্টারভিউ -র দিনক্ষণ স্থগিত রাখায় উত্তেজিত চাকরি প্রত্যাশীরা

ইন্টারভিউ -র দিনক্ষণ স্থগিত রাখায় উত্তেজিত চাকরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : রাজধানী শ্যামলী বাজার স্থিত ডি ডি আর সি দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ইন্টারভিউ দিনক্ষণ ছিল মঙ্গলবার। দপ্তর থেকে আগেই বিজ্ঞপ্তি জারি করে আপাতত ইন্টারভিউ স্থগিত রাখার বিষয়ে ঘোষণা করা হয়। কিন্তু চাকুরির আবেদনকারী কিছু যুবক মঙ্গলবার যথারীতি অফিসে ইন্টারভিউ জন্য যায়। অথচ ইন্টারভিউ দিতে গিয়ে দেখে আপাতত দিনক্ষণ স্থগিত করা হয়েছে। সাথে সাথে উত্তেজিত হয়ে পড়ে কিছু যুবক।

 তাদের বক্তব্য তারা সকলে বাড়িতে পত্রিকা রাখেন না। তাই বিষয়টি সম্পর্কে অবহিত নয়। এ বিষয়ে দপ্তরে কর্মীরা তাদের স্পষ্ট জানিয়ে দেয় যদি পত্রিকার দিকে নজর না রাখে তাহলে তাদের করার কিছু নেই। তারপর বিভিন্ন ইস্যু বাঁধতে শুরু করে এই চাকরি প্রত্যাশী যুবকরা। তাদের বক্তব্য দপ্তরের গাফিলতির কারণে তারা গাড়ি ভাড়া দিয়ে দুর-দূরান্ত থেকে ইন্টারভিউ দিতে এসেছে। তারপরও এই অযুক্তিক দাবি নিয়ে তারা যখন দপ্তরের কর্মীদের বিরুদ্ধে লাগাতার আঙ্গুল তুলতে শুরু করেছে, তখন দপ্তরের কর্মীরা স্পষ্ট জানিয়ে দেয় ২৯ এপ্রিল এবং ১ মে খবরের কাগজে ইন্টারভিউ স্থগিত রাখার বিষয়টি প্রকাশিত হওয়ার পরে যদি তারা না দেখে তাহলে কিছু করার নেই। আগামী দিনে খবরের কাগজে নজর রাখার জন্য তাদের কাছে আহ্বান জানান দপ্তরের কর্মীরা। কারণ আগামী দিনে পত্রিকার মাধ্যমে পরবর্তী ইন্টারভিউ -র দিনক্ষণ ঘোষণা করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য