স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : প্রতিবছর বর্ষার মরশুমে ফসল নষ্ট হওয়া, বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানিতে ব্যাঘাত ঘটে বলে কতিপয় অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কাটার ধান্দা খুঁজে। সেই অভিজ্ঞতা থেকে ক্রেতাদেরকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অভিযান। জন প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতাদেরকে সচেতন করার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
এইদিন আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, এলাকার কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। সদর মহকুমা শাসক অরূপ দেব জানান ক্রেতাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা পুর নিগম এলাকায় প্রথম বারের মতো ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। পর্যায়ক্রমে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের সচেতনতা মূলক আলোচনা সভা করা হবে বলে জানান তিনি। তবে এদিন আলোচনা সভায় জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যাতে আগরতলা শহরের ছোট বড় সবকটি বাজারে নিয়মিত অভিযান চালানো হয়।