Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যমাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : সম্প্রতি সমাপ্ত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারপর পর্ষদের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। তার আগে সেরে নেওয়া হয় শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।  এদিন রাজধানীর চারটি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

এগুলি হল বানীবিদ্যাপীঠ, বোধজং বালিকা বিদ্যালয়, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ও উমাকান্ত বাংলা মাধ্যম স্কুল।  অন্যদিকে দুটি বিদ্যালয়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ। এগুলি হল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় ও বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্রটি পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। প্রয়োজনীয় নির্দেশ দেন মূল্যায়নের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের। পর্ষদ সভাপতি জানান উত্তর পত্র মূল্যায়নের কাজে ২৬৫২ জন পরীক্ষককে নিযুক্তি দেওয়া হয়েছে। প্রধান পরীক্ষক হয়েছেন ১১২ জন। মোট ২৭৬২ জন এই খাতা দেখার কাজে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি পর্ষদ সভাপতি উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের যাতে কোন ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য বিদ্যালয়গুলির পানীয় জল, বিদ্যুতিক ব্যবস্থাপনা সহ শৌচালয়ের সুবন্দোবস্তু রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখেন। কথা বলেন দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকাদের সাথেও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য