স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে ১৫-১৮ বছর বয়সি ছেলে মেয়েদের কোভিড টিকাকরণ। ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির যোদ্ধা এবং বিভিন্ন রোগে আক্রান্ত ৬০ বছরের অধিক বয়সিদের কোভিড টিকাকরণের তৃতীয় ডোজ দেওয়া হবে। শনিবার ন্যাশনাল হেলথ মিশনের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এন এইচ এম -এর রাজ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ জয়সয়াল।
তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সী ছেলেমেয়েদের টিকাকরণের আওতায় আনার জন্য। এবং ১০ জানুয়ারি থেকে ৬০ বছরের অধিক বয়সি স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী ও বিভিন্ন রোগে আক্রান্তদের অনলাইন রেজিস্ট্রেশন করে কোভিড টিকাকরণের তৃতীয় ডোজ গ্রহণ করার জন্য। এর জন্য ৬০ বছরের অধিক বয়সিরা টিকাকরণ কেন্দ্রে সরজমিনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। এই সুরক্ষার ডোজ দেওয়ার ক্ষেত্রে কো-উইন সিস্টেমে নথিভুক্ত সুবিধাভোগীদের ৯ মাস পর কোভিড টিকা দেওয়া হবে। এবং সঠিক সময়ে কো-উইন সিস্টেম সুরক্ষার ডোজ নেওয়ার জন্য সুবিধাভোগীদের এস এম এস পাঠানো হবে বলে জানান তিনি। ১৫ বছর এবং তার বেশি যারা রয়েছে প্রত্যেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।
তবে যারা ২০০৭ সাল এবং তার আগে জন্ম হয়েছে তারাই টিকাকরণের আওতায় আসতে পারবে। টিকাকরণের জন্য ছেলেমেয়েদের টিকাকরণ কেন্দ্রে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড এবং স্কুলের আই কার্ড নিয়ে যেতে হবে। সুবিধাভোগীরা অনলাইনে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবে বা টিকাকরণ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। ২ লক্ষ ১৩ হাজার ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড টিকা দেওয়া হবে। এবং ৯১ হাজার ২০০ জন ৬০ বছরের অধিক বিভিন্ন রোগে আক্রান্তদের কোভিড টিকার সুরক্ষা ডোজ দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে কো-ভ্যাকসিন এবং কোভিড শিল্ড পর্যাপ্ত পরিমাণে আছে। ১৫ থেকে ১৮ বছর বয়সি ছেলে মেয়েদের কো-ভ্যাকসিন দেওয়া হবে। এর জন্য রাজ্যে ৩৫৪ টি সেন্টার খোলা হবে। ১ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সি ছেলেমেয়েদের কোভিড টিকাকরণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে জানান। ১৮ বছরের ঊর্ধ্বে দ্বিতীয় ডোজ নেয় নি প্রায় ৪ লক্ষ বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মৌসুমী সরকার, ডাঃ সুপ্রতীম বিশ্বাস।